চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জীবন গড়ার কথামালা শীর্ষক কর্মশালা ১৬ রত্নগর্ভা মা পেলেন সম্মাননা

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

রিপেয়ার বাংলাদেশ সংগঠন আয়োজিত জীবন গড়ার কথামালা শীর্ষক এক কর্মশালা গত ২০ সেপ্টেম্বর নগরীর খুলশী লায়ন্স ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের ১৬ জন রত্নগর্ভা মা কে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর কমিশনার বজলুল কবির ভূঞা’র সঞ্চালনায়, চট্টগ্রাম শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব গভর্নর, লায়ন কামরুন মালেক, বিএসআরএম চেয়ারম্যান,আলী হুসেইন আকবর আলী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, রূপম কিশোর বড়ুয়া,স্থপতি আশিক ইমরান,ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাঈদ আহসান খালিদ,সহকারী অধ্যাপক বিদুৎ বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন ‘পরবর্তী প্রজন্মের জন্যে বাসযোগ্য নগরী আমাদেরকেই তৈরি করে যেতে হবে, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ বিনির্মানে এই যুবাদেরই এগিয়ে আসতে হবে। লায়ন কামরুন মালেক বলেন, নারীরা মায়ের জাতি, তাদের সম্মান করতে হবে, এবং সবাইকে নারী নির্যাতনের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে, তবেই আমরা ভালো কিছুর আশা করতে পারি। জীবন গড়ার কথামালা অংশের মুখ্য আলোচক ছিলেন বজলুল কবির ভূঞা। আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট