চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাসিক অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জে চট্টগ্রাম জেলা পুলিশের ৭ অফিসার-ফোর্স পুরস্কৃত

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিগত আগস্ট মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ আলোচিত মামলার মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল ও কোর্টে প্রসিকিউশন পক্ষের মামলা পরিচালনাসহ সার্বিক বিবেচনায় ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে রেঞ্জে চট্টগ্রাম জেলা পুলিশের ৭ জন অফিসার-ফোর্সকে পুরস্কৃত করা হয়েছে। এতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী পিপিএম (বার), শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জী, শ্রেষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ বেলাল, শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল, শ্রেষ্ট এসআই লোহাগাড়া থানার বিকাশ রুদ্র এবং শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং মনোনীত সদস্য লোহাগাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মোঃ আকতার হোছাইন। নগরীর খুলশীস্থ ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিগত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট