চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হেঁয়াকো সরকার পাড়ায় শিল্পপতি বিপ্লব দাঁতমারায় হবে বিনামূল্যের হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ

শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব বলেছেন, অচিরেই উপজেলার দাঁতমারা ইউনিয়নে একটি বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করা হবে। উত্তর ফটিকছড়ির জনগণ যাতে চিকিৎসার পাশাপাশি ওষুধও ফ্রি পায় সে ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, এছাড়া চলতি অর্থবছরে তার শিল্প প্রতিষ্ঠানে উত্তর ফটিকছড়ি এলাকা থেকে ৫শ’ জনকে চাকরির ব্যবস্থা করা হবে। আগামীতে পুরো ইউনিয়নে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

হেঁয়াকো সরকার পাড়া বনানী সংঘের উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ২০ সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন। ইউপি আ.লীগের সভাপতি মুজিবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এডভোকেট মিহির দে, রাসেল মজুমদার, ইসমাইল মজুমদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সুব্রত দে, সাহেদুল আলম নাহিদ, সাংবাদিক কামাল উদ্দিন, হেঁয়াকো সিএনজি চালক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সধারণ সম্পাদক শাহ আলম, নাজিম উদ্দিন, বনানী সংঘের সভাপতি সাইফুল ইসলাম, ছবির সরকার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট