চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গণসংবর্ধনায় এমপি কমল রামুর উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব সংবাদদাতা, রামু

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ

লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) কনফারেন্সে শেষে দেশে ফিরে কক্সবাজার বিমানবন্দরে জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি। গত ২০ সেপ্টেম্বর এ গণ-সংবর্ধনার আয়োজন করে কক্সবাজার ও রামু উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে চৌমুহনী স্টেশনে তিনি বিশাল সংবর্ধনা সমাবেশে অংশ নেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, অচিরেই কক্সবাজার-রামুতে চলমান সকল উন্নয়ন কর্মকা- সম্পন্ন করা হবে। সেইসাথে এখানকার যেকোন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যেতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমার এলাকার শিক্ষার্থীরা বিশে^র উন্নত বিশ^বিদ্যালয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেলে আমার কষ্ট সার্থক হবে।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজউল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুল হক, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, খুনিয়াপালং চেয়ারম্যান আবদুল মাবুদ, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর চেয়ারম্যান এমডি শাহ আলম, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা আ.লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, আ.লীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, রাজারকুল আ.লীগ নেতা জহির সিকদার, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, মাসুদুর রহমান, ওসমান গণি, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদ্যুৎ, সাংসদের একান্ত সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট