চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাসান জাহাঙ্গীরের আবৃত্তি সন্ধ্যা ‘তুমি আসবে বলেই’

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। তাই আমাদের আগামী প্রজন্ম আরো গুণীর সান্নিধ্য পেতে ও উন্নয়নশীল দেশ পেতে গুণীর কদর করতে হবে। তেমনি এক গুণী শিল্পী হাসান জাহাঙ্গীর। সংস্কৃতি অঙ্গনে ধ্রুবতারার মতো উজ্জ্বল ব্যক্তি। যিনি আবৃত্তি, সঙ্গীত, অভিনয়সহ শিল্পের সকল শাখায় নিজেকে সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। এদের হাত ধরেই আমাদের আগামী প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে। শিল্পী হাসান জাহাঙ্গীরের একক আবৃত্তি অনুষ্ঠানে অতিথিরা একথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘তুমি আসবে বলেই’ শিরোনামে হাসান জাহাঙ্গীরের একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে শব্দনোঙর আবৃত্তি সংগঠন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাহিত্যিক শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেন, জেলা প্রেসক্লাবের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ টেলিভিশন’র সংবাদ পাঠিকা নাসরিন ইসলাম ও জামিল আহমেদ চৌধুরী।

এসময় অতিথিরা বলেন, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীরের কর্মজীবন আলোময়। শিল্পী হাসান জাহাঙ্গীর দীর্ঘ তিন দশক ধরে সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে জড়িত। মঞ্চ আলো করে অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। বর্তমানে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আবৃত্তি, সঙ্গীত, নাট্যশিল্পী, অনুষ্ঠান ঘোষক ও সংবাদপাঠক। আলোচনা পর্ব শেষে শিল্পী হাসান জাহাঙ্গীর অনুষ্ঠানে একে একে কবিতা পাঠ করেন। এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়, অনন্ত প্রেম, দুই পাখি, কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, বিদ্রোহী, বিদায় বেলায় ও জীবনানন্দ দাশের বনলতা সেনসহ আরো কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট