চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মফিজন নাটকের মঞ্চায়নে জসিম উদ্দিন চৌধুরী

নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে গত ১৯ সেপ্টেম্বর রাতে মঞ্চস্থ হলো নাটক মফিজন। ১৯৪৬ সালে প্রকাশিত কথা সাহিত্যিক মাহবুব উল আলমের কালজয়ী উপন্যাস মফিজন উপন্যাসকে নাট্যরূপ দেন প্রখ্যাত নাট্যকার রবিউল আলম। রাত সাড়ে ৮টা থেকে দর্শক ভর্তি ক্লাব হলে প্রায় একশ মিনিট কাল স্থায়ী এই নাটকটি মঞ্চায়নের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে চিটাগাং ক্লাব চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। যাতে ভালমন্দ দুটোরই অভিনয় হয়। আর ভালোটি নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারলেই সাহিত্যিক ও নাট্যকারের সফলতা। এই সফলতাই মানুষকে মানবতার শিক্ষা দেয়। তিনি ক্লাব পরিচালনা কমিটি, বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ, নাটক নির্দেশক রবিউল আলম, অভিনয়ে অংশগ্রহণকারী ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্য, অভিনয় শিল্পী এবং প্রযোজনায় সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), নাট্যকার রবিউল আলম, প্রয়াত সাহিত্যিক মাহবুব উল আলম তনয় সবিহ উল আলম ও অধ্যাপক মোহিত উল আলম।

অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সুলতানুল আবেদীন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মো. রফিকুল ইসলাম মিয়া বাবুল, ডা. অলক নন্দী, মো. জাহিদ সুলতান টিপু এবং বিনোদন সাব কমিটির কনভেনার আমান উল্লাহ আল ছগির ছুট্টু প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাব সদস্য ও নাট্যকার রবিউল আলমের এটি অষ্টম নির্দেশনা। তবে মফিজন চিটাগাং ক্লাবেই প্রথম মঞ্চস্থ হয়। মাত্র ৬ সপ্তাহের মহড়ায় নাটকটি পিনপতন নীরবতায় দর্শকপূর্ণ চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে সেই চল্লিশ দশকের একটি সমাজচিত্র ফুটিয়ে তুলতে অভিনয় শিল্পীরা নৈপুণ্যতার পরিচয় দিয়েছেন। চিটাগাং ক্লাব প্রযোজিত এই নাটকটি ক্লাবের প্রাক্তন সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শান্তনু বিশ্বাসের নামে উৎসর্গ করা হয়েছে। উল্লেখ্য, চিটাগাং ক্লাব ড্রামা গ্রুপের প্রযোজনায় আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর শিল্পকলা একাডেমি হলে নাটকটি দ্বিতীয়বার মঞ্চস্থ হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট