চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অভিযান দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

টেকনাফেরর সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৭০ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত ১৯ সেপ্টেম্বর নয়াপাড়া ও গুচ্ছ গ্রাম এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর। অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ ও সাবরাং ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম, টেকনাফ মডেল থানার এসআই সুজিতসহ তার সঙ্গীয় ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর বলেন, ‘সাবরাং ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা দামের সরকারি ৭০ শতক খাস জমি দখলমুক্ত করা হয়েছে। তার মধ্যে একটি জমি আশ্রয় কেন্দ্রের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বাকি জমি এখন থেকে দেখভাল করবে ভূমি অফিস। উপজেলার সরকারি খাস জমিগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট