চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২১ হাজার টাকা জরিমানা পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব সংবাদাদাতা, পটিয়া

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর।

এসময় মৌলভির হাট ও ফকিরা মসজিদ বাজার এলাকায় বেজাল ঘি ও মেয়াদ উওীর্ণ পন্য বিক্রি করার দায়ে শওকত ট্রেড্রার্সকে ১০ হাজার টাকা, হোসেন ট্রেড্রার্সকে ৫ হাজার টাকা এবং মৌলভি হাট বাজারে ভেজাল ঘি বিক্রির দায়ে খালেদ ষ্টোরকে ৫ হাজার টাকা, সীমা ফামের্সীকে লাইসেন্স না থাকায় ৫ শত টাকা ও প্রকাশ্যে ধুমপান করায় ২ জনকে ১ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল হাসান জানান, মেয়াদ উওীর্ণ ঔষধ, ভেজাল ঘি বিক্রি এবং প্রকাশ্যে ধুমপান করায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এ সময় থাকে সহযোগিতা করেন পটিয়া থানার একদল পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট