চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুই লাখ পিস ইয়াবাসহ ৮ রোহিঙ্গা আটক

টেকনাফ সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:১৯ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সাগর পথে পাচারকালে ৬ কোটি টাকা মুল্যের ২ লাখ পিস ইয়াবাসহ ৮ জন মিয়ানমার রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে সাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- মো. ধইল্যা (২০), মো. রবিউল আলম (১৭), মো.আলম (২৫), মো. শফিকুল ইসলাম (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও আবু নুরুল আমীন (৩৫)।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল গভীর সাগরে অভিযান চালিয়ে বোটে থাকা ৮ জন মাদক পাচারকারীকে আটক করে। তারা সবাই মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। এ সময় বোটটি তল্লাশি করে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত ৮ রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/কাশেম/আফছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট