২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:০১ অপরাহ্ন
চকরিয়া সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাইক্রোবাসের ধাক্কায় সড়কের পাশে আবদুল হামিদ টুনু (২২) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র সবুজ পাড়ার আবদুর রহমানের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোক্তার হোসেন চৌধুরী বলেন, আবদুল হামিদ কক্সবাজার যেতে গাড়িতে উঠার জন্য সকাল ৫টার দিকে বানিয়ারছড়া স্টেশনে সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে হামিদ ঘটনাস্থলে মারা যায়। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত হামিদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/জাহেদ /আফছার
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) সন্ধ্যা ৭.৩০টা, ভারত-উইন্ডিজ, ৩য় টি-২০ (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং সিলেক্ট ১) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
রাত ৮টা, উড়িষ্যা-হায়দরাবাদ, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং ৩)
সন্ধ্যা ৭.৩০টা, রাত ৮.৩০টা, রাত ১২টা ও রাত ১২.৩০টা, সনি ইএসপিএন বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।