চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় আটক দিনমজুর ২৪ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:১৩ অপরাহ্ণ

অবৈধভাবে দিনমজুরের কাজ করার অপরাধে চট্টগ্রামের পটিয়ায় ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদেরকে আটক করার পর আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয় তাদের। আটক রোহিঙ্গারা হলেন; নেজাম উদ্দিন (৬৫), শহিদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আব্দুল কালাম (৪২), মোঃ হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), ইউসুপ (২০), নবী হোসেন (৩৭), আমীন (৪২), ইলিয়াছ (৩০), আব্দুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহাম্মদ কবীর (৪৫), মজিবুর রহমান (১৯), শরীফ (১৯), বশির আহাম্মদ (৫৫), আব্দুল মোনাফ (৬০), আলী আহাম্মদ (১৯), আব্দুস ছালাম (৪৮), মোঃ জুনায়েদ (৪২) ও মোঃ কাশেম (৩৯)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ২৪  জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে পটিয়া পৌর সদরে দিন মজুরের কাজ করে আসছিল।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট