চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উরুর মাঝে ইয়াবা বেঁধেও রক্ষা হল না রেহেনার

কক্সবাজার সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং রেজুখাল যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি টেক্সি তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫৩৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারীর নাম রেহেনা বেগম (১৮)। সে আসামি টেকনাফ উপজেলার নয়াবাজারের মিনাবাজার এলাকার মামুনুর রশিদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি’র অধিনায়কের উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম বলেন, শরীর তল্লাশি করে দুই উরুর মাঝে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ওই নারী থেকে আনুমানিক  ১৬ লাখ ৬০ হাজার ৫০০ টাকার মূল্যের ৫ হাজার ৫৩৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে শুক্রবার বিকালে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ওই মামলায় পলাতক আসামি হিসেবে টেকনাফ ঝিমংখালীর নূরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগমকে (৩৫) দেখানো হয়েছে।

পূর্বকোণ/আরাফাত-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট