চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সবজি ও মাছের দাম কমছে না

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

সবজি ও মাছের দাম কমছে না। মাংস ও মুরগির দামও অপরিবর্তিত।চকবাজারের সবজি বিক্রেতা মো. রিপন বলেন, বাজারে সবজির সংকট আছে। আবার কিছু শীতকালীন নতুন সবজিও আসছে বাজারে। এসব সবজি নতুন আসায় একটু দামও বেশি। আড়তদাররা বেশি দামে বিক্রি করছে তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গতকাল নগরীর চকবাজার ঘুরে দেখা যায় পেঁপে ছাড়া বাজারে ৪০ টাকার নিচে কোন সবজিই নেই। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারাও। গতকাল বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা,

মুলা ৪০ টাকা, টমেটো ১১০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাকরোল ৫০ থেকে ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৫০ টাকা, গাজর ৪০ টাকা, পটল ৫০ টাকা ও পেঁপে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার বাজারে এসব সবজির বিতর্কিত দামও আছে। বাদশা চেয়ারম্যান ঘাটার গৃহিণী আছিয়া খাতুন বলেন, আমার ছেলেকে স্কুলে দিতে এসেছি। তাই বাজারটা করে নিয়ে যাবো ভাবছি। কিন্তু বাজারের দাম দেখলে কান্না পায়। ৫০ টাকার নিচে কোন সবজিই সেই। এভাবে চললে আমরা সংসার চালাবো কি করে। ছেলেমেয়ের পড়াশোনা করিয়ে সংসার চালানো সত্যিই খুব কষ্টকর। তার উপর যাদের পরিবারের একজন সদস্য চাকরি করে সংসার চালায় তাদের অবস্থা তো আরো করুণ। শুধু সবজিই নয় মাছের দামও আকাশ ছোঁয়া। গত এক মাস ধরে বাজারে ইলিশ মাছের দাম কম থাকলেও কাল বাজারে দাম বেড়েছে ইলিশ মাছের। শুধু তাই নয় বেশি দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ ও। রুইমাছ ২১০ থেকে ২২০ টাকা, দেশি রুই ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছ (জীবিত) কেজিতে ২৫০ টাকা ও তেলাপিয়া ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার জাটকা ইলিশ ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের মধ্যে রূপচাদা ৬৫০ টাকা, লাল কোরাল ৫০০ টাকা ও চিংড়ি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী আজাদ মিয়া বলেন, বাজারে মাছের দাম বেড়েছে কারণ ক্রেতাদের চাহিদার তুলনায় বাজারে মাছ কম আছে। সাতক্ষীরা হ্যাচারি ও কাপ্তাইয়ের মাছ দিয়ে বাজারে ক্রেতার চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই দাম বেড়েছে মাছের। আবার অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। কাল বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, সোনালি মুরগি ২৫০ টাকা ও দেশি মুরগি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি গরুর মাংস ৭’শ টাকায় ও খাসির মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট