চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনে ১টি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হবে। গতকাল বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা মিলনায়তনে পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল একথা বলেছেন। তিনি লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদকে শারদীয় দুর্গোৎসব উৎসব উপলক্ষ্যে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তিনি বলেছেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রতন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রিটন দাশের পরিচালনায় দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। এতে আরো বক্তব্য রাখেন নিবাস দাশ সাগর, অধ্যাপক স্বপন চৌধুরী, সুভাষ চন্দ্র নাথ, মাস্টার প্রদীপ দাশ, সুজিত কুমার পালিত ও সাধন মিত্র প্রমুখ। সম্মেলনের ২য় পর্বে সর্বসম্মতিক্রমে শিবু রঞ্জন পালকে সভাপতি ও খোকন কান্তি নাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট