চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা নারীসহ দু’জন ধরা পড়লেন বান্দরবানে

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বান্দরবানে পাসপোর্ট করাতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন রোহিঙ্গা নারীসহ দু’জন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা নারী জোসনা আক্তার (১৬) ও তার পিতা পরিচয়দানকারী শহীদ আলম (৩২) বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসলে তারা ধরা পড়েন। পরে তদন্তে রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন রেজা ও পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে পিতা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর জোসনা আক্তার রোহিঙ্গা হিসেবে প্রমাণিত হয়। পরে তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসে পুলিশে সোপর্দ করা হয়। পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, জোসনা আক্তারের আবেদনে বান্দরবান পৌরসভার জন্মনিবন্ধন ও নাগরিক সনদ ব্যবহার করা হয়েছে। তবে আটক রোহিঙ্গা নারী জোসনা আক্তার জানিয়েছন, তিনি বাংলাদেশি। তার বাবা ৩০/৪০ বছর পূর্বে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। পরে রোহিঙ্গা হিসেবে তালিকাভুক্ত হয়ে নানা সুবিধা পাওয়ার আশায় চট্টগ্রামে থাকার সময় তিনি রোহিঙ্গা শিবিরে নাম লিখিয়েছেন। বর্তমানে বিদেশ যেতে পাসপোর্ট করাতে বান্দরবানে আসেন। উল্লেখ্য, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা নানা উপায়ে পাসপোর্ট করার জন্য মরিয়া হয়ে ওঠেছে। ইতিমধ্যে বান্দরবানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট