চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মানিকছড়িতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে

নিজস্ব সংবাদদাতা , মানিকছড়ি

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি সকল দপ্তরে যেসকল সেবা প্রদান করে সে সম্পর্কে সিটিজেন চার্টার প্রদর্শিত রয়েছে। যাতে করে কোন সেবাগ্রহীতা সেবা থেকে বঞ্চিত না হয়। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ^াস মানিকছড়ি উপজেলায় আগমন উপলক্ষে উপজেলার জনপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এছাড়াও জনগণের সেবা নিশ্চিতসহ দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, জনগণের তথ্য সেবা নিশ্চিত করতে তথ্য আইন প্রণয়ন করা হয়েছে। যাতে করে জনগণ তথ্য সেবা থেকে বঞ্চিত না হয়ে সকল সেবা পেতে পারে।

মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ. লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। মতবিনিময় সভা শেষে উপজেলা টাউন হলের সামনে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর উপহার টি.আর কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের গচ্ছাবিল এলাকার একটি গৃহের উদ্বোধন করেন এবং উপকারভোগীর হাতে চাবি হস্তান্তর করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট