চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ইউভার্সিটির কম্পিউটার সায়েন্সের বরণ ও বিদায় অনুষ্ঠান

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. এন. এম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। এসময় আরো বক্তব্য রাখেন আদনান কাজমী, মোহাম্মদ দিদার উদ্দীন, মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. পারভেজ ও ইতি বিশ্রাংজ্ঞী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুনের আগমন ও পুরাতনের বিদায় এটি একটি চিরাচরিত নিয়ম। কিন্তু এরই মাঝে সম্পর্কের যে বন্ধন সৃষ্টি হয় তা অতুলনীয়। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির যে প্রতিযোগিতা তা তোমাদের কঠোর অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে অর্জন করতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট