চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা

শতাব্দীর সার্থক কথাশিল্পী ছিলেন শরৎচন্দ্র চট্টোপ্যাধ্যায়

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপ্যাধ্যায়ের জীবন ও সাহিত্য কর্ম শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে নগরীর কদম মোবারক স্কুলে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যজন সজল কান্তি চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ছিদ্দিকুল ইসলাম, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, ছড়াকার ইমরান ফারুকী, নব্যুয়ত আরা সিদ্দিকী রকি, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, প্রয়াতের সন্তান বাবুল কান্তি দাশ, সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, আবৃত্তি শিল্পী শবনম ফেরদৌসী, সৈয়দা শাহানা আরা বেগম, মো. হেলাল উদ্দীন, সংগীত শিল্পী নারায়ন দাশ, মাওলানা কে.এইচ.এম. তারেক, জান্নাতুল মাওয়া কলি।

সভার মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, বাংলা উপন্যাস সাহিত্যের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নাম বিশেষভাবে স্মরণীয়। সাধারণ মানুষের সুখ, দুঃখ, প্রেম ভালোবাসা, জীবন জীবিকা, হাসি কান্না, জীবন বৈচিত্র্য তাঁর লেখায় নিখুঁতভাবে পেয়ে থাকি। সমাজের কুসংস্কার, অন্যায় অবিচারের বিরুদ্ধে শরৎচন্দ্র ছিলেন সোচ্চার। সমাজের সাধারণ মানুষই তাঁর রচনার নায়ক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট