চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইডিইউতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগাম

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

অনারারি কনসাল জেনারেল অব জাপান মো. নুরুল ইসলাম বলেন, আমাদের একটাই পৃথিবী আছে এবং এই পৃথিবীর সব মানুষ পরস্পরের আত্মীয়। আমাদের জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট হওয়া উচিৎ। জীবনের লক্ষ্য কখনো বড় ইঞ্জিনিয়ার, কর্মকর্তা হওয়া নয় বরং ভালো মানুষ হতে পারা। অপরের জন্য নিজেকে সমর্পন করতে হবে। হ তিনি গতকাল নগরীর খুলশীস্থ ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসাবে বক্তব্য রাখছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি ক্যানভাস। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এ বিশালত্বকে ধারণ করতে শেখায়। বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে ইডিইউ। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস উদ-দোহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, উদ্ভাবন ও বুদ্ধিমত্তাই হলো জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সার কথা। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এ পথেই গড়ে তুলছি আমরা। পাশাপাশি নৈতিক শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিকবোধও জাগ্রত করছি। এতে বিশেষ বক্তা ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর শাহরিয়ার রিমন। দুই পর্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন। প্রথম পর্বে শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদের শিক্ষকদের পরিচয় করিয়ে দেয়া হয়। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া। বক্তব্য রাখেন মহাপরিচালক সৈয়দ শফিকুদ্দীন আহমেদ। এতে প্রত্যেক বিভাগের শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টসের এসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের এ সোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন এসোসিয়েট ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ। দ্বিতীয় পর্বে দুপুর ১টায় নিজ নিজ বিভাগের শিক্ষকদের সাথে সেশনে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের ইডিইউর শিক্ষাপদ্ধতি ও কোর্সগুলো সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেন।- বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট