চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মোটরসাইকেল জব্দ, মামলা থানায় অভিযোগ দিতে গিয়ে বিপাকে অভিযোগকারীরা

নিজস্ব সংবাদদাতা ম বোয়ালখালী

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

উপজেলার চরণদ্বীপ এলাকার পল্লী বিদ্যুতের অর্ধ শতাধিক গ্রাহক ভুতুরে বিলের অভিযোগ এনে থানার ওসিকে জানাতে আসে অন্ততঃ ১৫টি মোটর সাইকেল করে। প্রতি গাড়িতে ছিল তিনজন করে। ওসি অভিযোগ আমলে নেয়, সাথে সাথে শোডাউন দিয়ে থানা কম্পাউন্ডে প্রবেশের অপরাধে মোটর সাইকলে জব্দের নির্দেশ দেন। গত বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পূর্বকোণকে বলেন, মোটরসাইকেল নিয়ে একদল যুবক বুধবার দুপুর দেড়টার দিকে শোডাউন দিয়ে থানা কম্পাউন্ডে ঢুুকে। আমি তাদের আসার কারণ জানতে চেয়েছি। তারা পল্লী বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে ইউএনও বরাবর অভিযোগের কপি দেন। আমি বিষয়টি তৎক্ষণাৎ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জিএমকে অবহিত করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করি। তিনি বলেন, এতদসঙ্গে মোটরসাইকেল শোডাউন দিয়ে থানায় প্রবেশ, প্রতি গাড়িতে তিনজন করে লোক বসা, হেলমেট ছাড়া গাড়ি চালানোর অপরাধে মোটরসাইকেলগুলো জব্দের নির্দেশ দিই। এতে মোট ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি বলেন, এর মধ্যে ১১টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বাকী দুটির কোন মালিক এখনও থানায় যোগাযোগ করেননি।
এ প্রসঙ্গে একাধিক ভূক্তভোগী জানান, আসলে নিয়ম না মানার বিষয়ে আমরা ওসির কাছে দুঃখ প্রকাশ করেছি। পল্লী বিদ্যুতের লাগামহীন অনিয়ম নিয়ে আমাদের ক্ষোভের কারণে এ ধরণের ভুল হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট