চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আড়াই বছর পর গৃহবধূর লাশ উত্তোলন

আনোয়ারা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৪৫ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় আড়াই বছর পর কবর থেকে গৃহবধূ ঝরনা আকতারের (২৪) লাশ উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল উপজেলার সিংহরা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান কবর থেকে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার সিংহরা গ্রামে ২০১৭ সালের ১ মে গৃহবধূ ঝরনা আকতার মারা যান। স্থানীয়রা তাকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে। ঘটনার দেড় মাস পর পালক পিতা আবদুল আজিম বাদি হয়ে আদালতে হত্যা অভিযোগ এনে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে জেলা ডিবি পুলিশ গৃহবধূ ঝরনা আকতারের লাশ কবর থেকে উত্তোলন করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আদালতের নির্দেশে ওই গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রঘু নাথ সরকার বলেন, সিংহরা গ্রামের মিনহাজের স্ত্রী ঝরনা আকতার আড়াই বছর আত্মহত্যা করে। পরে তার লাশ কবরে দাফন করা হয়েছিল।

 

 

পূর্বকোণ/আনোয়ারুল/আফছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট