চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে পচা-বাসি উপকরণে খাবার তৈরির দায়ে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:০২ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার, থানা ও হাসপাতাল এলাকায় খাবারের দোকানে এই অভিযান পরিচালনা করেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর রূপম কান্তি পাল ও মহেশখালী থানার এসআই শাহ জাহানসহ পুলিশের একটি ইউনিট।

অভিযানে সিকদারপাড়া এলাকার মদিনা ফুডস এর মালিক রহমত উল্লাহ বেকারিতে পচা বাসি উপকরণ দিয়ে রুটি জাতীয় খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা এবং হাসপাতাল এলাকার চায়ের দোকানদার আব্দুল হাকিম সওদাগরকে ময়লাযুক্ত পানি ও অপরিছন্নতার দায়ে এক হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের ক্ষতি হয় এ ধরনের খাবার তৈরি ও পরিবেশন না করতে ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট