চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অপ্রাপ্তবয়স্ক অভিযুক্ত হাজতে জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ

আদালত প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে সংশোধনাগারে না পাঠিয়ে সাধারণ হাজতিদের সাথে কারাগারে রাখায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৬ এর জজ মো. মঈনুদ্দিন এ আদেশ দেন। একই আদেশে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটিকে ১ দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আদালত সূত্রে জানা যায়, এ বছর ২৬ আগস্ট নগরীর জাকির হোসেন রোড এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে সানি নামে এক তরুণ নিহত হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের পক্ষে আদালতে দরখাস্ত দাখিল করে জানানো হয় গ্রেপ্তার অভিযুক্ত একজন শিশু। ৪ সেপ্টেম্বর কাগজপত্র যাচাই করে অভিযুক্তকে শিশু সাব্যস্ত করে। এরপর শিশুটিকে সাধারণ আসামিদের সাথে না রেখে সংশোধন কেন্দ্রে রাখার নির্দেশ দেয় আদালত।

গতকাল রিমান্ড শুনানিতে শিশুটিকে হাজির করা হয়। শিশুটিকে হাতকড়া পরিয়ে আনার ঘটনা আদালতের নজরে আনেন সিনিয়র আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শিশুটিকে সংশোধনাগারে না রেখে কারাগারে রাখার বিষয়টি তুলে ধরলে আদালত জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট