চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টানা ১১ বার সিআইপি হলেন গাওহার সিরাজ জামিল

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল ২০১৭ সালের জন্য সিআইপি (কমার্শিয়াল ইম্পোর্ট্যান্ট পার্সন) নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এর রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০১৭ সালের সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড) কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এম.পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম ফাতিমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এম.পি। অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া বানিজ্য সচিব মো. জাফর উদ্দিন, নির্বাচিত সিআইপিগণ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারী উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গাওহার সিরাজ জামিল রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়ে আসছেন। তিনি সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আজীবন সদস্য। এছাড়াও বিজিএমইএ ফরেন মিশন সেলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।- বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট