চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাব সদস্যরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে : জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা হ মিরসরাই

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

‘কাব সদস্যরা বড় হয়ে দেশের নেতৃত্ব দেবে। ছোট ছোট বাচ্চারা যদি নিজেদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাহলে সমাজের চেহারা পাল্টে যাবে। গতকাল বুধবার মিরসরাইয়ে কাব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। ওইদিন স্থানীয় এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত স্কাউটস সমাবেশে জেলা প্রশাসক আরো বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মানে আমরা কাজ করে যাচ্ছি। এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। উপজেলার সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ড্রেস, ব্যাগ, খাতা, কলম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলনা বিতরণ ও মিরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

একই দিন দুপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট