চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালী আদালত পরিদর্শনে বিচারপতি বোরহান উদ্দিন

আইন চর্চা হচ্ছে একটি মহৎ পেশা

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী আদালত পরিদর্শনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন, আইন চর্চা হচ্ছে একটি মহৎ পেশা। এই পেশায় যারা নিয়োজিত আছেন তাদেরকে আহবান জানাচ্ছি বাস্তবতাকে তুলে ধরে আইনের লড়াইয়ে সামিল হতে। কোন অন্যায়কারী আইনের হাত থেকে পার পেয়ে না যায় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা আইনের সহায়তা পায়। তাতেই এই মহান পেশার প্রতি মানুষের আস্থা বাড়বে। গতকাল বুধবার বাঁশখালী আদালত পরিদর্শন শেষে আদালতের আইনজীবী মিলনায়তনে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এআরএম তকছিমুল গণি ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দীন, বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোশারফ হোসেন, সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সৈয়দ মাহবুবুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল আবছার, এডভোকেট মুজিবুল হক, এডভোকেট শামসুল ইসলাম, এডভোকেট দীপংকর দে, এডভোকেট বিকাশ রঞ্জন ধর, বাঁশখালী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট দিদারে আলম, অর্থ সম্পাদক এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল প্রমুখ। মতবিনিয় সভা শেষে বিচারপতি বোরহান উদ্দিন বাঁশখালী আদালত ভবন প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট