চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আনোয়ারায় কালীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন কাল

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার জনগণের বহু প্রতীক্ষিত স্বপ্নের কালীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। চট্টগ্রাম দোহাজারী সড়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নে সেতুর উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। সেতু উদ্বোধনের খবর এলাকায় জনসাধারণের মাঝে চলছে সাজ সাজ রব ও আনন্দের বন্যা। পরৈকোড়া ইউনিয়ন পরিষদ ও পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারা উপজেলার কালিগঞ্জ সেতুটি বহু পুরানো। মুরালী-শিকলবাহা খালের উপর কালিগঞ্জ সেতু। আনোয়ারা পটিয়ার বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে সেতুটি পরিচিত। আনোয়ারা থানা উপজেলায় উন্নত হওয়ার পর এ সেতুর উপর দিয়ে যাত্রীবাহী কোস্টার যোগাযোগের মাধ্যমে আনোয়ারার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করতো। ১৯৯৬ সালে সেতুটি গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালিগঞ্জ সেতুটি নির্মাণ করার জন্য এগিয়ে আসে। আগামীকাল শুক্রবার সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। নব-নির্মিত কালিগঞ্জ সেতুটির প্রাক্কলিত মূল্য ৩৮৮২.২২ লক্ষ টাকা। সেতুটির চুক্তি মূল্য ২৭৩০.১৩ লক্ষ টাকা। সেতুর দৈর্ঘ্য ৮৯.১৯ মিটার। সেতুর প্রস্থ ১০.২৫ মিটার। সেতুর ধরণ পি.সি গার্ডার সেতু। স্প্যান সংখ্যা ৩টি। এবাটমেন্ট সংখ্যা ২টি। পাইলের সংখ্যা ৬০টি। দোহাজারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানায়, কালীগঞ্জ সেতুটি নির্মিত হলে পরৈকোড়া ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন তথা আনোয়ারার পূর্বাঞ্চল লোকজনের যোগাযোগ ব্যবস্থার পথ সুগম হবে। আনোয়ারা ও পটিয়া বাসীর জন্য সেতুটি যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এছাড়া চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীর লোকজনও এ সেতু দিয়ে গাড়ি নিয়ে শহরে যোগাযোগ করতে পারবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট