চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৬ দফা দাবিতে পুলিশ কমিশনারকে অটোরিক্সা অটোটেম্পো শ্রমিকলীগের স্মারকলিপি

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গতকাল বুধবার দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে স্মারকলিপি প্রদান করা হয়। কমিটির সভাপতি মো. ওসমান গণি, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত উক্ত স্মরকলিপিতে চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে চালকের নামের দোহাই দিয়ে ৪ হাজার সিএনজি নিবন্ধন দাবিকারী চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবি, অটোরিক্সার নীতিমালা ২০০৭ বাস্তবায়নের স্ক্যাব করণ ও প্রতিস্থাপনের আড়ালে কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ও সহকারী পরিচালক মেট্টো সার্কেল-১ এর কর্মকর্তাদের অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ এবং ৬ দফা দাবি উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ পুলিশ কমিশনারের আওতাধীন নগরীতে পার্কিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত নো-পার্কিং ও প্রতিবন্ধকতা মামলা না দেয়ার জন্য জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ -সভাপতি হাবিবুর রহমান হাবিব, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস, অটোরিক্শা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি দেলোয়ার উল্লাহ, আবদুল করিম, মো. মানিক, যুগ্ম সম্পাদক মো. মিরাজ, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন, মিজান, হিমেল, জসিম উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট