চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আইনের শাসন বাস্তবায়নে আইনজীবীদের ভূমিকা রয়েছে : বিচারপতি বোরহান

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনের সাথে গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যগণের এক মতবিনিময় সভা সমিতির সভাপতি এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সমিতির পাঠাগার সম্পাদক ভাস্কর রায় চৌধুরীর সঞ্চালনায় আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইছহাক, সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলম, অর্থ সম্পাদক রফিকুল আলম, পাঠাগার সম্পাদক ভাস্কর রায় চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জেবুন নাহার লীনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মো. আলী ইয়াছিন, জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আকতার, আরিফ উদ্দীন চৌধুরী, জয়নাল আবেদীন, মোহাম্মদ আফজাল হোসাইন, শাহেদ উল আলম সাইমন, নাছির উদ্দীন রুবেল, আবদুল জব্বার, মো. রিয়াদ উদ্দীনসহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী।
স্বাগত বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আইনজীবী এবং বিচার বিভাগ একটি আরেকটির পরিপূরক। দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন বলেন, চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে কার্যকর করার জন্য প্রয়োজন আইনের শাসন আর আইনের শাসন বাস্তবায়নে আইনজীবীরা যুগ যুগ ধরে ভূমিকা পালন করে আসছেন। জাতি ও বিচার প্রার্র্থী জনগোষ্ঠী আমাদের কাছে সব সময় ন্যায় বিচার প্রত্যাশা করে। সভাপতির বক্তব্য এএসএম বদরুল আনোয়ার বলেন, আইনের শাসনকে সমুন্নত রাখতে ঘুষ, দুর্নীতিমুক্ত বিচারাঙ্গন প্রতিষ্ঠায় অতীতের ন্যায় আমরা কাজ করে যাচ্ছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট