চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাউজানে কাঁশখালী খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের থানা সড়কের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে কাঁশখালী খাল দখল ও অপর ব্যক্তির ভবনের সঙ্গে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি থানা ও পৌরসভা কাউন্সিলরের তদন্ত প্রতিবেদনে সত্যতা মিলছে। এতে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশ তদন্ত প্রতিবেদনে ওই ব্যক্তিকে স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার সুপারিশ করলেও তা সরায়নি। ওই এলাকার মৃত সুরেন্দ্র লাল বড়–য়ার ছেলে প্রদীপ বড়–য়া রবিবার বিকেলে সাংবাদিকদের অভিযোগ করেন একই এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ আলী পৌরসভার অনুমতি ছাড়াই তার (প্রদীপ বড়–য়ার) ভবনের পশ্চিম পাশে দেয়ালের সঙ্গে টিনের ঘর নির্মাণ করে আলো বাতাস বন্ধ করে দেন। এ নিয়ে থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অপরদিকে একই এলাকার বেশকিছু বাসিন্দা রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন যে, মোহাম্মদ আলী অবৈধভাবে কাঁশখালী খাল ভরাট করে বাড়ি ও দোকান নির্মাণ করেছেন। এতে সাধারণ গ্রামবাসীর ক্ষতি আশঙ্কা রয়েছে। এদিকে প্রদীপ বড়–য়ার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট’র কার্যালয় থেকে অবৈধ স্থাপনা সরানোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানাকে নির্দেশ দেন। রাউজান থানার তদন্তকারী অফিসার মধু সুধন নাথ কাঁশখালী এলাকার মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রদীপ বড়–য়ার ভবনের সঙ্গে লাগিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণের বিষয় এবং সরকারি খালের (কাঁশখালী খাল) জায়গা দখল করার ব্যাপারে গত ৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন সংশ্লিষ্ট দপ্তরে। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরীও মোহাম্মদ আলীকে নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট