চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওরশ প্রস্তুতি সভায় বক্তারা জিয়াউল হক মাইজভা-ারী ছিলেন মুক্তির দিশারী

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত মাওলানা শাহসূফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণাডারীর ৩১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিতে ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পর্ষদ মিলনায়তনে¡ অনুষ্ঠিত হয়।

মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সভায় বক্তারা বলেন, মাইজভা-ার দরবার শরীফ উপমহাদেশের আধ্যাত্মিকতার মিলন কেন্দ্র। আর শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী ছিলেন মুক্তির দিশারী। তিনি তার জীবনময় মানুষ ও মানবার কল্যাণে নিবেদিত ছিলেন। এই ধারা অব্যাহত রেখেছেন তারই সুযোগ্য উত্তরসুরী মওলা হুজুর আলহাজ্ব হযরত সৈয়দ হাসান মাইজভা-ারী । তিনি মাইজভা-ারী ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবসেবায় ব্রত হয়েছেন। এতে অসন্ন মহান ২৬ আশ্বিন এর ওরশ শরীফে হযরত জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট কর্তৃক নির্দেশিত নিয়ম মেনে জুলুস সহকারে গাউসিয়া হক মঞ্জিলে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ওরশ শরীফ উপলক্ষে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার খরচ এবং ক্যান্সার রোগীর চিকিৎসা খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, সহ দপ্তর সম্পাদক কাশ্মিরি দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, সহ-অর্থ সম্পাদক নিলু দাশ, মহিলা সম্পাদিকা অর্চ্চণা রানী আচার্য, রত্না রাণী আচার্য, আবু বড়–য়া, মৃত্তিকা আচার্য, প্রণাম দাশ মহাদেব, ভানু ঘোষ, তপন রায়, উজ্জ্বল দাশ, মানিক বড়–য়া, বিপ্লব বড়–য়া, রূপ্না রানী আচার্য, জয়া গুহ সোমা, প্রণব দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট