চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খাদ্যবান্ধব কর্মসূচি থানচিতে ৪শত দরিদ্র পরিবার পেল সুবিধা

নিজস্ব সংবাদদাতা, থানচি

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানে থানচিতে সরকারের খরা মৌসুমে ৪শত পরিবার পেল ১০ টাকা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ক্রয়ের সুবিধা । পাহাড়ে জুম চাষীদের এই সময়ে প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৪শত পরিবারের মাঝে শৃঙ্খলা বজায় রাখার জন্য খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় হতে রহমানিয়া স্টোরকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়। ৪শত পরিবার প্রতিমাসে ৩০ (ত্রিশ) কেজি করে ১০ টাকা মূল্যে ক্রয় করে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে ।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী তিন মাস চলমান থাকবে থানচি বাজারে ডিলার নিয়াজুর রহমানের দোকান হতে সপ্তাহের রবিবার , মঙ্গলবার, বৃহস্পতিবার তিনদিন বিক্রয় কেন্দ্র খোলা থাকবে সে সময় ঔ পরিবারে লোকজন ক্রয় করে নিয়ে যেতে পারবে । গত মঙ্গলবার সকাল ১০টায় থানচি বাজারের একটি কেন্দ্রে উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদত্ত চাকমা। এ সময় উপজেলা খাদ্য গুদামে সুপারভাইজার অনুপম চাকমা, থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট