চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পূজা পরিষদের মতবিনিময় সভায় সিটি মেয়র আ.জ.ম নাছির

বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িকতার স্থান নেই

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে ও মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে পূজা পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সাবেক সিটি কর্পোরেশন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

মিথুন মল্লিকের সঞ্চালনায় এতে গীতা পাঠ করেন এডভোকেট রাজেশ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশ দাশ অসিত। সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্মাকর দাশ টুনু, সুজিত দাশ, দুলাল চন্দ্র দে, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রতন চক্রবর্ত্তী, হিল্লোল সেন উজ্জ্বল, এডভোকেট নটু চৌধুরী, এডভোকেট নিখিল কুমার নাথ, রুমকি সেনগুপ্তা, এডভোকেট সুব্রত শীল রাজু, গোপাল দাশ। এতে আরো বক্তব্য রাখেন মহানগর নিয়ন্ত্রণাধীন ১৬ টি থানা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথি বলেন, আসন্ন শারদীয়া দুর্গোৎসবে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িকতার স্থান নেই। দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার অংশগ্রহণে এদেশ স্বাধীন হয়েছে। সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান যাতে শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ্যপূর্ণ নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে উৎসব পালন করতে পারে বর্তমান সরকারের প্রশাসন সে বিষয়ে সজাগ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট