চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কৃষি প্রধান দেশে আজ কৃষকরাই অবহেলিত : মাহবুবের রহমান শামীম

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশে আজ কৃষকরাই অবহেলিত। কৃষকদের রক্তে ঘামে ফলানো ফসলের ন্যূনতম দাম পাচ্ছেনা। ক্ষমতাসীন সিন্ডিকেটের কারসাজিতে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ধীরে ধীরে কৃষি বিমুখ হয়ে পড়ছে। বিনামূল্যে সার ও কৃষি সরঞ্জাম দেয়ার কথা বলে সরকার কৃষকদের সাথে তামাশা করেছিলো অথচ আজ কৃষকরা তার ন্যয্য অধিকার থেকে বঞ্চিত। গতকাল বুধবার নবগঠিত দক্ষিণ জেলা কৃষক দলের প্রথম সভা দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক সৈয়দ এম সাইফুদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মইনুল হক চৌধুরী পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট রবিউল হাসান পলাশ, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, আলমগীর চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শাহিদা আক্তার শেফু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, মোহাম্মদ ইব্রাহীম, আমিনুল ইসলাম মুন্সী, রহিম উল্লাহ, ধীমান বড়–য়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট