চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বাশিপ চট্টগ্রাম বিভাগীয় শাখার শিক্ষা দিবসের সভা অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৬ পূর্বাহ্ণ

শিক্ষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এক আলোচনা সভা টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক সৈয়দ মো. খালেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবু আলা মুহাম্মদ হোছামুদ্দিন, আমজাদ হোসেন চৌধুরী, লায়ন মো. সানাউল্লাহ, জামাল সত্তার, অধ্যাপক আনিসুল মালেক, প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন, অধ্যক্ষ হামিদ হোসাইন, অধ্যক্ষ আবদুল মোমিন, অধ্যাপক হারুন অর রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তালুকদার, মো. গোলাম রসুল, প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক বিষ্ণু যশ চক্রবর্তী, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, অধ্যাপক মো. নজরুল ইসলাম, কক্সবাজার জেলার অধ্যাপক উত্তম কুমার চৌধুরী, কারিগরি শিক্ষকদের পক্ষে অধ্যাপক মহরম আলী, অধ্যাপক আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, প্রধান শিক্ষক মামুনুর রশীদ, মো. মেজবাহুল হক, অভিজিৎ চক্রবর্তী, প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, শিক্ষিকা শিপ্রা দাশ, অনির্বান মিত্র প্রমুখ।

সভায় বক্তাগণ শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের পাশাপাশি যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট