চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৩৫ অপরাহ্ণ

রাউজান উপজেলায় ওষুধের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য লিখে বিক্রিসহ একাধিক অপরাধের অভিযোগে তিন ফার্মেসিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঔষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক কামরুল হাসানও উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

কামরুল হাসান বলেন, ওষুধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে ওষুধ বিক্রি করার অপরাধের কারণে মেডিসিন হলকে ১৬ হাজার, অনুমোদনহীন বিদেশি ভ্যাকসিন বিক্রির অপরাধে মল্লিক ফার্মেসিকে ১০ হাজার, নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে জনসেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

পূর্বকোণ/আফছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট