চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শোডাউন নিয়ে থানায়, আটক মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:৪৭ অপরাহ্ণ

বিদ্যুতের লুকোচুরি ও ভূতুড়ে বিল প্রদানের বিষয়ে অভিযোগ দিতে থানায় মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে শোডাউন করতে গিয়েছিলেন তারা। ৪০-৪৫ জনের এই দলের ১৩ জনের কাছে ছিল না গাড়ির কাগজ-পত্র। তাই আটক করা হয়েছে এসব মোটরসাইকেল। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বোয়ালখালী থানা পুলিশ মোটর সাইকেলগুলো আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের লুকোচুরি ও ভূতুড়ে বিল প্রদানের বিষয়ে অভিযোগ দিতে চরণদ্বীপের অধিবাসী বেশ কয়েকজন যুবক মোটর সাইকেল নিয়ে সড়কে শোডাউন দেয়। একপর্যায়ে তারা থানায় যায়। পরবর্তীতে তাদের কয়েকজনের মোটরসাইকেল আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসাইন জানান, ‘বোয়ালখালী বিদ্যুৎ অফিসের সাধারণ গ্রাহকদের প্রতি অমানবিক নিষ্ঠুরতার কারণে আমরা চরণদ্বীপবাসীর পক্ষ হতে বোয়ালখালী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও ইউএনও স্যারকে বিদ্যুৎ বিল সংক্রান্ত তথ্য জানানোর লক্ষে বুধবার সকাল ৯টায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। চরণদ্বীপে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা নিয়ে হয়রানির শিকার হয়েছেন, সবাইকে উপযুক্ত প্রমাণসহ বুধবার সকাল ৯টার সময় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ এর সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি’। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, বিশাল শোডাউন করে তারা থানায় এসেছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আমরা ১৩ জনের মোটর সাইকেল আটক করেছি। তবে কাউকে আটক করা হয়নি। তাদের গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট