চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানতে ৩০ লাখ টাকার সিগারেট, মোবাইল ও মদ জব্দ

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:০৫ অপরাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুইটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩০ লাখ টাকার মোবাইল সেট, সিগারেট ও মদ জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয়।  

কাস্টম হাউসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের মহিউদ্দিন নামে এক যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। এরপর সেটি তল্লাশি করে ৮০ কার্টন (১৬ হাজার শলাকা) বিভিন্ন ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। মহিউদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

এছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২১ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের লাগেজ ও পকেটে ৭৯টি মোবাইল সেট পাওয়া যায়। মিজানুর রহমানের বাড়ি লোহাগাড়া উপজেলায়। 

একই ফ্লাইটের আরেকজন যাত্রীর কাছে ১৩টি মোবাইল সেট ও ৭ লিটার মদ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান আমিনুল ইসলাম।

আমিনুণ ইসলাম বলেন, বলেন, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থানে রয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। নিয়মিত তল্লাশি, স্ক্যানিংয়ের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট