চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাগরে চাঁদাবাজিকালে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার চার

কর্ণফুলী সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৯ অপরাহ্ণ

কর্ণফুলী থানার পার্কির চর এলাকায় সাগরে মাছ ধরার নৌকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিকালে অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে একটি এক নলা দেশীয় বন্দুক, দুই রাউন্ডস কার্তুজ, দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে চাঁদাবাজি কাজে ব্যবহৃত একটি ছোট ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আরিফ মধু (২৮), মো. সাজ্জাদ হোসেন মানিক (২৯), মো. আরমান (২৮), মো. জাহিদ (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার ( অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম পূর্বকোণকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর কর্ণফুলী থানার আওতাধীন পার্কির চর এলাকায় বিভিন্ন মাছ ধরার নৌকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে খবর পেয়ে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশী অস্ত্র ও ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ ও অন্যান্য মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট