চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কধুরখীল ইসলামীয়া মাদ্রাসা সড়কের ঢালাই কাজের ভিত্তি প্রস্থর স্থাপনকালে মোছলেম

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, জনগণ উন্নয়ন চায়। জনগণের এই বিশ্বাস নিয়ে বর্তমান সরকার গ্রামীণ জনপদেও আশাব্যাঞ্জক পরিবর্তন এনেছেন। বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় সাধারণ জনগণ আজ বিএনপি-জামাতের লক্ষ্য ও আদর্শহীন রাজনীতি হতে মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় আশাতীত উন্নতি হয়েছে। যার ফলে বিভিন্ন উৎসবে ঘরমুখী ও ভ্রমণ পিপাসু মানুষ ঝামেলামুক্ত ভ্রমণ করতে পেরেছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি গতকাল বোয়ালখালী পৌরসভার কধুরখীল ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সড়কের আর সি সি ঢালাই কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো. শফিক, আবুল হাসেম, আবদুল কুদ্দুছ মেম্বার, মাওলানা ইলিয়াছ শিকদার, নাসির মাস্টার প্রমুখ। এলজিইডি’র অর্থায়নে ১ কোটি ৪৬ লাখ টাকার কধুরখীল ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সড়কের আর সি সি ঢালাই কাজের তত্ত্বাবধায়ন করছেন বোয়ালখালী পৌরসভা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট