চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিমান বন্দর সড়ক পরিদর্শনে মেয়র

প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে সড়ক দ্রুত মেরামতের নির্দেশ

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

টানা বর্ষণে নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা সমূহ প্রধানমন্ত্রীর সফর সূচির আগেই মেরামতের নির্দেশ দিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেই এয়ারপোর্ট রোড়ে চলমান সোজাকরণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র। এসময় তিনি চসিক প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের মেরামতের এই নির্দেশ দেন। তিনি বলেন, বিমানবন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। বিমানবন্দর থেকে বেরিয়ে ১৫নং ব্রিজ পর্যন্ত সড়কটি বাঁকা হওয়ার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এখানে যানজট নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে। এই অসুবিধার কথা উপলব্ধি করে সড়কটি বর্তমানে সোজা করা হচ্ছে।

এদিকে, সিটি মেয়র আগ্রাবাদ এক্সেস রোডের শুরু হওয়া একপাশের কার্পেটিং কাজও পরিদর্শন করতে যান। এসময় তিনি প্রকল্প কাজ সংশ্লিষ্টদেরকে নির্ধারিত সময়ের মধ্যে কার্পেটিং কাজ বাস্তবায়ন করার নির্দেশনা দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট