চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জীবন বীমা গ্রাহকদেরকে মরণোত্তর দাবির চেক হস্তান্তর

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সম্মানিত বীমা গ্রাহকদেরকে মরণোত্তর দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান গত সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল হোসেন উপস্থিত থেকে মরণোত্তর দাবির চেক প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও উপসচিব কাজী নাজিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপকর কমিশনার মো. ওমর ফারুক। অনুষ্ঠানে ইস্টার্ন রিফাইনারীর পক্ষে নয় লক্ষ চব্বিশ হাজার দুইশত টাকার গ্রুপবীমা দাবির মরণোত্তর চেক গ্রহন করেন। অন্যদিকে একই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির অকাল মৃত্যুতে তাদের নমিনিগণ সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বীমা ব্যবসা প্রসার ও দেশের জনগণকে বীমা সুবিধার আওতায় আনার লক্ষ্যে সরকার সকল পলিসির জমাকৃত প্রিমিয়ামের উপর ১৫% হারে আয়কর রেয়াতের সুযোগ প্রদান করেছে যাতে একজন বীমা গ্রাহকের উপর আয়কর প্রদানের চাপ কমে যায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল বাসেত খান, কাজী মাহফুজউল্ল্যাহ, মো. মোজাম্মেল হক, মো. মোয়াজ্জেম হোসেন, নরোত্তম দত্তসহ সকল সেকশন ইনচার্জ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট