চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাদার তেরেসা ফাউন্ডেশনের অনুষ্ঠানে এমপি লতিফ

মাদার তেরেসাকে অনুসরণ করে শিশুদের মানবিক মানুষ হতে হবে

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এম.এ লতিফ এমপি বলেছেন, অর্থ-বিত্ত-বৈভব সম্মান সবকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবতার কল্যাণে সকল কিছু উজাড় করে বিলিয়ে দেওয়া এবং আমৃত্যু জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করায় বিশ্ব ইতিহাসে মাদার তেরেসা অমর হয়ে থাকবেন চিরদিন। মাদার তেরেসার আদর্শকে অনুসরণ করে শিশুদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের যত্নশীল হওয়ারও আহ্বান জানান তিনি। গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদার তেরেসা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা, মেধা পুরস্কার, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার নাজমুল হাসান উদ্বোধক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এম্বাসেডর সাংবাদিক মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ মো. আলমগীর, নুর মোহাম্মদ মধু, অধ্যক্ষ আমেনা বাতেন মৌসুমী, জয়নাল আবেদীন, অধ্যাপিকা বিবি মরিয়ম, সমাজসেবক ফরিদা আক্তার পুষ্প, জিন্নাত আরা লিপি। সৈয়দা সাহানা আরা বেগম ও সাবরিনা সাবা’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. হোসেন, মো. নুরে আলমগীর চৌধুরী, নবিউল হক সুমন, সুজন বড়–য়া, আবু শাহাদাত চৌধুরী শিপন, সাংবাদিক এম এ সবুর, মো. ইব্রাহিম, নুরুল হায়দার কচি, জাবেদ হোসাইন, ফরহাদ উদ্দিন চৌধুরী উল্লাস, মো. ফকর উদ্দিন, কবি আসিফ ইকবাল, রুজি চৌধুরী, মাসুমা কামাল আঁখি, গোলাম রহমান, সেলিনা আক্তার চৌধুরী ঊর্মি, আব্দুল ওহাব, আমেনা বেগম ডলি, জেসমিন আক্তার, নাসিমা আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট