চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর সোনার বাংলায় সুশিক্ষা গ্রহণের মাধ্যমের সোনার মানুষ হতে হবে

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় সুশিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিটি শিশুকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রসারে বিনামূল্যে বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করছে। সরকারের এ শিক্ষা সহায়তায় ফলে অনেক শিশুই এখন শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় জেএসইউএস পরিচালিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাউছিয়া কমিটি বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক কমিশনার আলহাজ পেয়ার মোহাম্মদ এ কথা বলেন।
বাংলাদেশ সরকারের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সার্বিক সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক বাস্তবায়িত সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে গতকাল বেলা ১২টায় কোরবানীগঞ্জ আশার আলো শিশু শিখন কেন্দ্রে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আনুষ্ঠানে ছিলেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি ও শিশুসাহিত্যিক, সংগঠক সাঈদুল আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আজিজুল হক। এতে আরো বক্তব্য রাখেন জেএসইউএস এসসিই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মুনজিলুর রহমান, এসডিপি’র প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, এসসিই প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. বজলুর রশীদ, মো. মঈনুল আরেফীন, সালাউদ্দিন মামুন, মো. আরিফ খান, ওয়াহিদুল আলম, নাসরিন আক্তার, উম্মে রোমানা রুমি ও শামীম আক্তার। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সামাজিক উন্নয়ন কর্মসূচীর পরিচালক সাঈদুল আরেফীন বলেন, মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শহরের ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় এনে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি অশিক্ষা ও কুসংস্কার দূরীকরণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের সহযোগি সংগঠন হিসেবে জেএসইউএস শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট