চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

’আহলে বায়াতের প্রতি শর্তহীন আনুগত্যই ঈমানদারের লক্ষণ’

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

মাইজভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মঈনুল কবির আল হাসানী ওয়াল হোসানী আল-মাইজভা-ারি (মা.জি.আ.) বলেছেন, আহলে বায়াতের প্রতি অকুণ্ঠ মহব্বত প্রদর্শন, তাঁদের প্রতি শর্তহীন আনুগত্য পোষণ ছাড়া কখনো পরিপূর্ণ ঈমানদার ও জান্নাতের ভাগীদার হওয়া যাবে না। গত ১৫ সেপ্টেম্বর নগরীর হালিশহর এ ব্লক বাসস্ট্যান্ড মোড়ে আহলে বায়াত (সা.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।আল হাসনাইন মিশন এর আয়োজনে সংগঠনের সভাপতি মঈনুদ্দিন আল-সাঞ্জারীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মাওলানা তানভীর হাদী আল-মাইজভা-ারি (মা.জি.আ.), শাহজাদা সৈয়দ তাজভীর হাদী আল-মাইজভা-ারি (মাজিআ), আস্তানায়ে জহির ভা-ারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভা-ারী, এসএম শফি, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দির আনোয়ারী, মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী, মুফতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন তাহেরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদাসার অধ্যক্ষ ডক্টর মুফতি কফিল উদ্দিন সরকার সালেহি। বক্তব্য রাখেন কামরুল ইসলাম রাশেদ মাইজভা-ারী, হাসান সওদাগর, আবু তাহের বাবুর্চি, আলী আজগর প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট