চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাউজান উপজেলা আ. লীগের সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি

জাহেদুল আলম, রাউজান

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাউজান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সম্মেলনকে সারাদেশের মধ্যে একটি সুশৃংখল, সুন্দর করে গড়ার জন্য রাতদিন পরিশ্রম করছেন বাস্তবায়ন কমিটির সদস্যরা। এ লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর দুপুরে মুন্সিরঘাটাস্থ উপজেলা আ. লীগ কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির বিশাল সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মূল প্রস্তুতি কমিটির সভার পর অভ্যর্থনা উপ কমিটি, অর্থ উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, দপ্তর উপ কমিটি, মঞ্চ ও সাজসজ্জা উপ কমিটি, প্রচার উপ কমিটি, প্রকাশনা উপ কমিটি ও শৃংখলা উপ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রস্তুতি নিয়ে সার্বিকভাবে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী আবদুল ওহাব।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বশির উদ্দিন খান, ভূপেশ বড়ুয়া, শাহা আলম চৌধুরী, নুরুল আবছার মিয়া, ইরফান আহমদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, শ্যামল কুমার পালিত, জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, স্বপন দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, স্বপন বড়ুয়া, জাফর আহম্মদ, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জানে আলম জনি, আব্বাস উদ্দিন আহম্মদ, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, তসলিম উদ্দিন চৌধুরী, দোস্ত মোহাম্মদ খান, জসিম উদ্দিন, বাবুল মিয়া মেম্বার, সুমন দে, মুছা আলম খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, নাঈম উদ্দিন চৌধুরী, কাউন্সিলন এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আবদুল লতিফ, শোয়াইব খান, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, নাছিমা আকতার, সাইদুর রহমান টিপু প্রমুখ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল ওহাব সাংবাদিকদের জানান, সম্মেলন স্থানে লাগানো হবে সিসি ক্যামেরা। নানা অনুষ্ঠান নিয়ে মঞ্চে থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ বলেন, এবারে সম্মেলন হবে রাউজানের ইতিহাসের একটি অংশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট