চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীপুরের সুন্নী সম্মেলনে বক্তারা এজিদের অনুসারীরা সমাজে অরাজকতা সৃষ্টি করে

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

শ্রীপুর আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব (রহ.) ও গাজী শেরে বাংলা (রহ.) স্মরণে ২৩তম সুন্নী সম্মেলন সম্প্রতি স্থানীয় বুড়া মসজিদের পাশে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আতাউল মোস্তফা রেজভীর সভাপতিত্বে সুন্নি সম্মেলনের উদ্বোধক ছিলেন চরনদ্বীপ হারবাংগিরী দরবারের শাহজাদা মাওলানা আহমদ শাহ আল আজহারী। প্রধান অতিথি ছিলেন আলহাজ জসিম উদ্দিন সিআইপি। বক্তা ছিলেন মাওলানা নুরুল আলম ছাবেরী। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবায়দুল হক হাক্কানী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মাহফুজুল হক আলকাদেরী। বক্তব্য রাখেন বাংলাবাজার আজমিরী সুন্নীয়া মাদ্রসার সুপার মাওলানা আব্দুল করিম আলকাদেরী, গাউছিয়া কমিটি শ্রীপুর শাখার সভাপতি মাওলানা আবু শাহেদ কাদেরী, প্রভাষক মাওলানা আহমদ নুর কাদেরী, শ্রীপুর গাউছিয়া তাহেরীয়া মাদ্রাসার সম্পাদক শেখ ইদ্রীস বিকম, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, এজিদের অনুসারীরা মানবসমাজে অরাজকতা সৃষ্টি করে। তাদের থেকে মুসলমানদের ঈমান ও আক্বিদা রক্ষায় সচেতন হওয়া প্রত্যেকের ঈমানি দায়িত্ব।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট