চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইমাম আবু হানিফা সাংস্কৃতিক ফোরামের সভা নারায়ণহাটে

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ

ইমাম আ’যম আবু হানিফা (রহ.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের ব্যবস্থাপনায় গত ১৪ সেপ্টেম্বর নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ। মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও সদস্য সচিব শায়ের মুহাম্মদ শাহ্আলম কাদেরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব লেখক ও গবেষক সৈয়দ মুহাম্মদ আবু আজম। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি নারায়ণহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর সবুর নঈমী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মুহাম্মদ আবু বকর হোসাইনী, ইসলামী ফ্রন্ট ভুজপুর থানার সভাপতি কাজী মুহাম্মদ ওসমাণ গণী হোসাইনী, মুহাম্মদ শাহরিয়াত সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ শাহজালাল, হাফেজ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামী প্রমুখ। বক্তারা পহেলা মহররম হিজরি নববর্ষের দিন সরকারি ছুটি ঘোষণা, রাষ্ট্রীয় আয়োজনে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিজরি নববর্ষ পালনের উদ্যোগ নেয়া, চট্টগ্রামের ডিসি হিল সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য সারা বছর উন্মুক্ত রাখা, মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেয়া এবং পর্নোগ্রাফি-মুক্ত আকাশ সংস্কৃতি ঠেকাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট