চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

দাবি না মানলে মিয়ানমারে ফিরবে না রোহিঙ্গারা

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৫১ অপরাহ্ণ

নাগরিকত্ব, কেড়ে নেয়া জমিজমা ফেরতের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরে যাবে না বলে চীনের প্রতিনিধি দলকে জানিয়েছেন টেকনাফে শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

টেকনাফের ২৬ নম্বর শিবিরের সিআইসি কার্যালয়ে সোমবার সকালে রোহিঙ্গা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে এসব দাবি জানান তারা।

মিয়ানমারে ফিরে যেতে কী সমস্যা, লি জিমিংয়ের প্রশ্নের জবাবে রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের জন্য শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি। বিবাদমান গ্রুপের মধ্যে সংঘাত লেগে আছে। এখনও যেসব রোহিঙ্গা সেদেশে রয়েছে তাদের ওপর নির্যাতন চলছে। ২০১২ সালে আকিয়াবে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে কয়েক মাসের জন্য একটি জায়গায় জড়ো করা হয়। এখনও তাদেরকে একই অবস্থায় রাখা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা কীভাবে মিয়ানমার যাব।’

পূর্বকোণ/পলাশ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট