চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেওয়ানহাট সিএসডি স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

১৯৯১ সালে নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্কুল দেওয়ানহাট সিএসডি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেলেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা মো. শামছুজ্জামন। গতকাল সোমবার দুপুরে স্কুলের কনফারেন্স হলে এক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধনার মাধ্যমে তাঁকে বিদায় দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার হৃশিকেশ শীল, সহকারি জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী, পাহাড়তলী থানা শিক্ষা অফিসার বেজুয়ারা বেগম,সহকারি থানা শিক্ষা অফিসার হারুনুর রশিদ, সেলিনা আক্তার প্রমুখ। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক মাওলানা মো. শামছুজ্জামন ১৯৯১ সালে নিজের প্রচেষ্টায় সিএসডি প্রথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই ২৯ বছর তিনি প্রধন শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তাঁর প্রচেষ্টায় স্কুলটি সরকারি হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট